Prottashitoalo

গত ২৪ ঘন্টায় ফরিদপুরে করোনা ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

0 8

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১জন এবং উপসর্গে ২জন রয়েছেন। এ নিয়ে জেলার মোট মৃত্যুর সংখ্যা ৫১২ জন।

একই সময়ে ১৯৯ নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ০৮। এ নিয়ে ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ২১ হাজার ৭২ জনে।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ তথ্য জানা গেছে। মৃত তিনজনই ফরিদপুর সদরের বাসিন্দা।

জানা গেছে, পিসিআর ল্যাবে শনাক্ত ৩০ জনের মধ্যে নগরকান্দায় ২জন, মধুখালীতে ২জন, সদরপুরে ১জন, চরভদ্রাসনে ১জন, ফরিদপুর সদরে ২৩ জন এবং সালথায় ১জন রয়েছেন। বাকি ১জন র‍্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে শনাক্ত হয়েছেন।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, হাসপাতালে বৃহস্পতিবার পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ৭৭ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ৪৮ জন। পর্যন্ত জেলায় মারা গেছেন ৫১১ জন।

Comments
Loading...