Prottashitoalo

খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা নিয়ে যা বললেন চিকিৎসকরা

0 10

রাজধানীর এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খা‌লেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। শুক্রবার (৭ মে) সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। তিনি এখনো করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন।

মেডিকেল বোর্ডের সদস্যরা শুক্রবার সকালেও তাদের দেখেছেন এবং পরীক্ষা-নিরীক্ষা করেছেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে মেডিকেল বোর্ড আগের চিকিৎসাই অব্যাহত রেখেছে। গতকালের (বৃহস্পতিবার) মতো আজও (শুক্রবার) তার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে।

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে তিনি বলেন, বিদেশে যাওয়ার ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। এখন কীভাবে বিদেশে যাওয়ার অনুমতি দেবে- তা সরকারের বিষয়।

ব্যক্তিগত চিকিৎসক আরও জানান, সরকার অনুমতি দিলেই চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড।

Comments
Loading...