শরীরে ভিটামিন, খনিজ, ফাইবার, কার্বোহাইড্রেটের মতো প্রয়োজনীয় উপাদানের সমৃদ্ধ উৎস হল বিভিন্ন ধরনের ফল। শরীর ভিতর থেকে সুস্থ রাখতে ফল অপরিহার্য। চিকিৎসকরা বলেন, প্রতি দিনের খাদ্যতালিকায় অন্তত একটি করে ফল রাখা প্রয়োজন। বিশেষ করে মৌসুমি ফল খাওয়ার অভ্যাস অত্যন্ত স্বাস্থ্যকর।
তবে ফল শরীরের জন্য উপকারী হলেও নির্দিষ্ট কিছু ফল একসঙ্গে খেলে তা স্বাস্থ্যের উপর অত্যন্ত ক্ষতিকারক প্রভাব ফেলে। স্বাস্থ্যঝুঁকি এড়াতে কোন ফলগুলি একসঙ্গে খাবেন না?
কলা এবং আম: আম খেলে এমনিতেই গ্যাস হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে আম যদি টক হয় তা হলে আরো সমস্যা হয়। কলা খেলেও কারো কারো ক্ষেত্রে এই সমস্যা দেখা যায়। আম এবং কলা একসঙ্গে খেলে অম্বল, বদহজমের মতো সমস্যা বড় আকারে দেখা দিতে পারে।
আঙুর এবং খেজুর: আঙুর এমনিতে শরীরের জন্য খুবই উপকারী। তবে বেশি খেলে অম্বল হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। এই সমস্যা আরো বড় আকারে দেখা দিতে পারে যদি আঙুরের সঙ্গে খেজুর খান। আঙুর এবং খেজুর একসঙ্গে খাওয়া ঠিক নয়।
পেয়ারা এবং কলা: পেয়ারাতে অ্যাসিড জাতীয় উপাদান থাকে। অন্যদিকে কলাতে শকর্রার ভাগ বেশি। শর্করার আর অ্যাসিড যদি একসঙ্গে জোট বাঁধে সে ক্ষেত্রে গ্যাস, অম্বল, বদহজম, মাথা ঘোরা, এমনকি, ক্লান্তির মতো শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে।
তরমুজ এবং অন্যান্য ফল: তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে পানি। হজমশক্তি উন্নত করতে সাহায্য করে তরমুজ। তরমুজের সঙ্গে অন্য কোনো ফল খেলে হজমে ব্যাঘাত ঘটতে পারে।
পেঁপে এবং লেবু: অনেকেই পেঁপের উপর লেবুর রস ছড়িয়ে খান। এতে স্বাদ অনেকগুণ বেড়ে গেলেও এই দুটি ফল একসঙ্গে খাওয়া ঠিক নয়। পেঁপে এবং লেবু একসঙ্গে খেলে রক্তাল্পতা এবং হিমোগ্লোবিনের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। সুস্থ থাকতে এই দুটি ফল একসঙ্গে না খাওয়াই ভালো।
গাজর এবং কমলালেবু: এই দুটি ফলই শরীরের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর। তবে গাজর এবং কমলালেবু একসঙ্গে খেলে ঘটতে পারে বিপত্তি। এই খাবার দুটির সংমিশ্রণ স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। এর ফলে অম্বল, কিডনির বিভিন্ন সমস্যাও দেখো দিতে পারে। সূত্র: আনন্দবজার পত্রিকা
সম্পাদক: মোঃ নাজিম উদ্দিন
যোগাযোগঃ সি-৪, হাউজ#৩, ২৬৫/৯, মেরাদিয়া রোড, ঢাকা-১২১৯
মোবাইলঃ +880 1707357973, ই-মেইল : news.prottashitoalo@gmail.com
বিজ্ঞাপন : prottashitoalo@gmail.com
Prottashitoalo