কালুখালীতে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত
সাহিদা পারভীন, রাজবাড়ী প্রতিনিধি : “মুজিব বর্ষের আহবানে,যুব কর্ম সংস্থান” এই প্রতিপাদ্য সামনে রেখে রবিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও যুব ঋণ প্রদান করে।
সকালে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালী বের হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা রিসোর্স সেন্টারের পদ্মা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার চৌধুরী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুন।
এতে বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) শেখ মোঃ নুরুল আলম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাছিদুর রহমান, মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম,সমাজ সেবা কর্মকর্তা জিল্লুর রহমান, সমবায় কর্মকর্তা হেলাল উদ্দীন, সেফ দি হাঙ্গারীর নির্বাহী পরিচালক ডাঃ এস এম আবু হুসাইন,ডাঃ মদন কুমার প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে প্রশিক্ষন প্রাপ্ত ১২ যুবককে প্রশিক্ষন সনদ ও ৫ লক্ষ ৯০ হাজার টাকার যুব ঋণ প্রদান করা হয়।