Prottashitoalo

করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ বৃহস্পতিবার

0

করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সেই সঙ্গে প্রথম ডোজের কার্যক্রমও চলমান থাকবে।

ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম বিষয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া রমজান মাসে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম অব্যাহত থাকবে। 

স্বাস্থ্যঅধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত সারাদেশে ৫৫ লাখ ৫৫ হাজার ৬৭৫ জন টিকা নিয়েছেন। আর টিকা নিতে নিবন্ধন করেছেন ৬৯ লাখ ৬০ হাজার ৬২৫ জন। এছাড়া ভারত থেকে চলতি মাসে করোনার টিকার নতুন চালান আসবে বলেও জানা গেছে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনাভাইরাসের টিকা দেওয়ার মধ্য দিয়ে গত ২৭ জানুয়ারি শুরু হয় দেশে করোনার প্রথম ডোজ দেয়ার কার্যক্রম।

web site
Comments
Loading...