Prottashitoalo

করোনায় আক্রান্ত এস এম মহসীন

0

বিনোদন ডেস্ক: করোনায় আক্রান্ত একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এস এম মহসীন । বর্তমানে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। বরেণ্য এই অভিনেতার অসুস্থতার তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা অনিমেষ আইচ।

তিনি বলেন, ‘শরীরের অবস্থার অবনতি হওয়ায় উনাকে আইসিইউতে নেওয়া হয়েছে। ভালো পরিমাণ অক্সিজেন সাপোর্ট তাকে দেওয়া হচ্ছে।’

এস এম মহসিন বাংলাদেশের একজন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্য বিভাগ অনুষদের সদস্য হিসেবে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে এবং জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এস এম মহসিন আতিকুল হক চৌধুরী পরিচালিত ‘রক্তে ভেজা’ ও ‘কবর’ এবং মুনীর চৌধুরী পরিচালিত ‘চিঠি’ ছাড়াও অসংখ্য টিভি, মঞ্চ ও রেডিও নাটকে অভিনয় করেছেন।

তিনি ২০১৮ সালে বাংলা একাডেমির সম্মানিত ফেলো লাভ করেন। পেয়েছেন শিল্পকলাসহ অসংখ্য পদকও। অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।

web site
Comments
Loading...