Prottashitoalo

করোনার কারনে দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরলেন নুসরাত

0 98

বিনোদন ডেস্ক: মহামারি করোনা প্রভাবের কারনে বহুদিন পরে গতকাল টলিপাড়ায় শোনা গেল সেই পরিচিত শব্দ, স্টার্ট – ক্যামেরা – অ্যাকশন। করোনাজনিত লকডাউনে দীর্ঘ কয়েকমাস পরে ফিচার ফিল্ম এর শুটিং শুরু হলো স্বাস্থ্যবিধি মেনে। আয়ুষ্মান প্রত্যুষের ছবি এস ও এস কলকাতাতে প্রথম শটটি দিলেন নুসরাত জাহান।

আরও পড়ুন: ভেঙে ফেলা হচ্ছে এফডিসির দুটি শুটিং ফ্লোর

যিনি এখন তৃণমূল কংগ্রেসের বসিরহাটের সংসদ সদস্য। শট দিয়ে উচ্ছ্বসিত নুসরাত বললেন, খুব ভালো লাগছে কাজে ফিরতে পেরে। মাস্ক-এ মানুষগুলোর চেহারা বদলেছে। আন্তরিকতা বদলায়নি। নুসরাতের শটটি ছিল একটি কন্ট্রোল রুম এর যেখান থেকে হ্যাকিং হয়।

পরিচালক আয়ুষ্মান জানালেন, তারা নির্ধারিত চল্লিশজন লোক নিয়ে কাজ করছেন। ৩৫ জন সেটে থাকছেন। প্রত্যেকে মাস্ক পরছেন। ঘণ্টায় ঘণ্টায় ফ্লোর স্যানিটাইজ করা হচ্ছে। এই ছবিতে নুসরাত এর সঙ্গে আছেন আর এক সংসদ সদস্য মিমি চক্রবর্তী। (গতকাল) যশও একটা শট দিলো না সুদীপ মুখোপাধ্যায়ের সঙ্গে। এই ছবিতে সব্যসাচী চক্রবর্তী, এনা সাহা এবং শান্তিলাল মুখোপাধ্যায়ও আছেন। অর্থাৎ, বল গড়িয়ে গেল স্টুডিওপাড়ায় কন্টেনমেন্ট জোনে কঠোর লকডাউন এর আগেই।

Comments
Loading...