Prottashitoalo

করোনামুক্ত হয়ে কোটি টাকার গাড়ি নিলেন কার্তিক

0

বিনোদন ডেস্ক: করোনা আক্রান্ত হওয়ার পর স্বাভাবিকভাবেই অন্য সবার মতোই ছিলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানও আইসোলেশনে ছিলেন। তবে করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসতেই আবারও প্রকাশ্যে আসলেন তিনি। তবে তিনি একা নন, নিজের কেনা নতুন দামি গাড়ির সঙ্গে দেখা গেল এই অভিনেতাকে।

সোমবার চার কোটি রুপি দামের ল্যাম্বারগিনির সামনে বসে তোলা ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কার্তিক। সেই সঙ্গে এই গাড়ি কেনার ভিডিও শেযার করেছেন তিনি। এতে দেখা গেছে, কালো ল্যাম্বারগিনির সামনে হাসি মুখে রয়েছেন কার্তিক৷ তবে পোজ দিতে গিয়েই বিপাকে পড়লেন কার্তিক। কারণ হঠাৎ করেই গাড়ির পিছনে বেলুন ফাটতেই চমকে উঠে, পা পিছলেই পড়ে যাচ্ছিলেন তিনি।

ভিডিওটি পোস্ট করে কার্তিক লিখেছেন, কিনে নিলাম, আমার কপালে দামি জিনিস নেই৷ তাই হয়তো পড়ে যাচ্ছিলাম ৷

এর আগে নলকডাউনের সময় কার্তিক বার বারই তার সোশ্যাল মিডিয়ায় নানা ভিডিও, ছবি আপলোড করতেন। সেখানে করোনা নিয়ে নানা সচেতনতা বিধির কথা তিনি বলতেন। এমনকী, লকডাউনে ঘরে বসে বার বার লুক চেঞ্জ করতেও দেখা গিয়েছে তাকে৷

করোনা আক্রান্ত হওয়ার পর কার্তিক জানিয়েছিলেন, আপাতত তিনি সব রকম বিধি নিষেধ মানছেন এবং নিজেকে ঘরবন্দিও করেছেন। তবে এবার করোনামুক্ত হয়ে নিজেকে নিজেই দামি উপহার দিলেন।

web site
Comments
Loading...