কথাসাহিত্যিক মকবুলা মনজুর আর নেই
অনলাইন ডেস্ক: কথাসাহিত্যিক মকবুলা মনজুর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এই কথাসাহিত্যিক।
শুক্রবার বিকালে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আরও পড়ুন: বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি চালু করতে ভারতের কেন্দ্রীয় সরকারকে চিঠি
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মুগবেলাইয়ে ১৯৩৮ সালের ১৪ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন মকবুলা মনজুর। তার বাবা মিজানুর রহমান ও মা মাহমুদা খাতুন। বাবা মিজানুর রহমান লেখালেখি করতেন।
মকবুলা মনজুর রচিত উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে কালের মন্দিরা, আর এক জীবন, প্রেম এক সোনালী নদী, সায়াহ্ন যূথিকা, বাউল বাতাস, অবসন্ন গান, আত্মজা ও আমরা, ছায়াপথে দেখা এবং নক্ষত্রের তলে।
সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ মকবুলা মনজুর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, জাতীয় আর্কাইভস ও গ্রন্থাগার শ্রেষ্ঠগ্রন্থ পুরস্কার, অনন্যা সাহিত্য পুরস্কার, বাংলাদেশ লেখিকা সংঘ পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন।