“এন-রাশ” এর অর্থায়নে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ।
শিক্ষার্থীদের মধ্যে টেকসই ও নান্দনিক স্কুল ব্যাগ বিতরণ
স্টাফ রিপোর্টার : তাজুল ইসলাম সাজু
কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে কড়ইতলা কেন্দ্রে উপনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়- বাস্তবায়নে নোয়াখালী রুবাল এ্যাকশান সোসাইটি (এন-রাশ) এর আওতায় ৩০ জন শিক্ষার্থীদের মধ্যে টেকসই ও নান্দনিক স্কুল ব্যাগ বিতরণ করা হয়। নতুন বছরের প্রথম মাসে স্কুল ব্যাগ বিতরণের মধ্য দিয়ে অসহায় ঝরে পড়া ছাত্রছাত্রিদের মাঝে শিক্ষার আলো গ্রহণ করতে উৎসাহ প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে ব্যাগ বিতরণ করেণ এন-রাশের সিরাজপুর, চরপার্বতী ও চরহাজারী ইউনিয়নের মাঠ সুপারভাইজার সেলিম রেজা ও কড়ইতলা কেন্দ্র শিক্ষক সাজু।