Prottashitoalo

একনেকে ১৫ হাজার ৮৫৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

0 14

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৫ হাজার ৮৫৬ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ৮টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে ঢাকা ম্যাস র‍্যাপিড ডেভেলপমেন্ট (লাইন-৬) প্রকল্পের মেয়াদ ও বরাদ্দ বৃদ্ধির প্রকল্পটিও রয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এর অনুমোদন দেয়া হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপাসন শেখ হাসিনা।

আরো পড়ুন: দু-একদিনের মধ্যে তেলের দাম কমবে: বাণিজ্য সচিব

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে বলেন, আজকের সভায় মোট আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আর এর মধ্যে সরকারি অর্থায়নে ব্যয় করা হবে ১২ হজার ৪৪৪ কোটি ২৫ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়নে ১৩৪ কোটি ৫৭ লাখ টাকা এবং বৈদেশিক সাহায্য ৩ হাজার ২৭৭ কোটি ৯৮ লাখ টাকা।

সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, এসডিজি’র মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments
Loading...