Prottashitoalo

ইলহামকে সঙ্গে নিয়ে কাজে ফিরলেন তিশা

0 37

অভিনেত্রী ও মডেল নুসরাত ইমরোজ তিশা। অসাধারণ অভিনয়দক্ষতায় দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি।ছোট এবং বড় দুই পর্দাতেই সমানতালে অভিনয় করে যাচ্ছেন জনপ্রিয় এ অভিনেত্রী। নাটক চলচ্চিত্র দুই জায়গাতেই তিনি সমান জনপ্রিয়। সাবলীল অভিনয়গুণেই তিনি তার এ অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।

তবে দীর্ঘ দিন ধরে লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। কারণ চলতি বছরের জানুয়ারিতে কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। এরপর থেকে মেয়ে ইলহামকে নিয়েই ছিল তার সব ব্যস্ততা।

এবার বিরতি ভেঙে ‘বিশ্ব মা দিবসে’ মেয়েকে নিয়েই কাজে ফিরলেন তিশা। এ অভিনয়শিল্পী তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে এ তথ্য জানান। ফেসবুকে তিশা লেখেন- ‘ইলহামকে সঙ্গে নিয়ে কাজে ফিরেছি। ‘বঙ্গবন্ধু’ সিনেমার ডাবিং দিয়ে কাজ শুরু করেছি’।

আরো পড়ুন: দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া

প্রসঙ্গত, গত বছরের এপ্রিল মাসে ‘মুজিব’ সিনেমার শুটিংয়ে অংশ নেন তিশা। এ সিনেমায় তার অংশের শুটিং হয়েছে ভারতের মুম্বাইতে। এতে বঙ্গবন্ধুর স্ত্রী রেণুর (শেখ ফজিলাতুন্নেছা মুজিব) চরিত্রে অভিনয় করেছেন তিশা।

সিনেমাটির শুটিং শেষে তিশা জানতে পারেন, তিনি মা হতে যাচ্ছেন। তারপর সব ধরনের আউটডোর শুটিং থেকে নিজেকে গুটিয়ে নেন। আর এ কারণে এতদিন ‘মুজিব’ সিনেমার ডাবিং করতে পারেননি তিশা।

Comments
Loading...