আলিম পরীক্ষা ২ ডিসেম্বর থেকে শুরু, রুটিন প্রকাশ
মাদ্রাসা শিক্ষা বোর্ডের চলতি বছরের আলিম পরীক্ষা শুরু হবে আগামী ২ ডিসেম্বর। ১৯ ডিসেম্বর পর্যন্ত এ পরীক্ষা চলবে। আজ রোববার (৩ অক্টোবর) আলিম পরীক্ষার সূচি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। পরীক্ষা হবে ১ ঘণ্টা ৩০ মিনিট। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষাকক্ষে আসতে হবে।
প্রকাশিত সূচি অনুযায়ী, পরীক্ষা শুরুর প্রথম দিনে কুরআন মাজিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টায় শুরু হওয়া এসব পরীক্ষা চলবে ১ ঘণ্টা ৩০ মিনিট। প্রথমে বহুনির্বাচনী ও পরে লিখিত অংশের পরীক্ষা নেওয়া হবে। দুই অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর চলতি বছরের দাখিল ও ২৭ সেপ্টেম্বর এসএসসি ও এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করে শিক্ষাবোর্ডগুলো।
শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, এসব (এসএসসি, দাখিল, এইচএসসি, আলিম) পাবলিক পরীক্ষায় আবশ্যিক বিষয়গুলো বাদ দিয়ে শুধু নৈর্বাচনিক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।