Prottashitoalo

আমেরিকায় ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কমেছে, বেড়েছে মৃত্যু

0 7

ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে আমেরিকায় করোনা পরিস্থিতি আবারো খারাপ হচ্ছে। কখনো দৈনিক আক্রান্ত ও মৃত্যু কমছে, আবার কথনো অনেক বেড়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় আমেরিকায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৫৬৮ জন। এর আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিলো ১ লাখ ৮৪ হাজার ৪২০ জন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। এই সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৬৫ জনের। এর আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিলো ১ হাজার ৪৮০। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬১ হাজার ৮৯৯ জন। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৮৬ লাখ ৫০ হাজার ৩৩০ জন।

আরো পড়ুন: দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৫ লাখ ১৩ হাজার ১৮ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৬২ হাজার ৮৫৩ জনের। এসময় পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ কোটি ১১ লাখ ৯৯ হাজার ৮৩৫ জন।

এদিকে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নতুন করে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এর আগে ঘোষণা করা হয়েছিল, ভ্যাকসিনের দু’টি ডোজ নেয়া হয়ে গেলে আর মাস্ক পরার প্রয়োজন নেই। কিন্তু পরে নিজেদের সিদ্ধান্ত থেকেই পিছু হটেছে প্রশাসন।

আমেরিকায় এই মুহূর্তে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফ্লরিডা, টেক্সাস, মিসৌরি, আরকানসাস, লুইজিয়ানা, আলাবামা, মিসিসিপি। ফ্লরিডায় বাচ্চাদের মধ্যে করোনা সংক্রমণ মারাত্মক বেড়েছে।

Comments
Loading...