আজ কিছু এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপ লাইনে জরুরি কাজের জন্য আজ দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
আরো পড়ুন: বন্যায় তিন বিভাগে ৩৬ জনের মৃত্যু
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাইপ লাইনের জরুরি কাজের জন্য বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা কালিয়াকৈর থেকে কোনাবাড়ী ডিগ্রি কলেজ পর্যন্ত সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, আশপাশের এলাকায় গ্যাস সরবরাহে স্বল্প চাপ থাকতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।