Prottashitoalo

অবসান ঘটবে বৃষ্টির, আসতে পারে মৃদু শৈত্যপ্রবাহ

0 13

বছরের সবচেয়ে শীতলতম মাস জানুয়ারি। এই মাসে সর্বোচ্চ তিনটি শৈত্যপ্রবাহ আসতে পারে এবং একটি তীব্র আকার ধারণ করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এদিকে আবহাওয়াবিদরা জানিয়েছেন, দুই দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান গুঁড়ি গুঁড়ি বৃষ্টিরও অবসান ঘটবে। শনিবার (১৫ জানুয়ারি) এ অবস্থার উন্নতি হবে। এরপরই দেশের একাধিক অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, “বৃহস্পতিবার থেকে উত্তরাঞ্চলে বৃষ্টি কম। শুক্রবার থেকে অন্যান্য অঞ্চলে এ অবস্থার উন্নতি হবে। আগামী শনিবার থেকে মূলত সারা দেশেই আর বৃষ্টি থাকবে না”।

আরো পড়ুন: তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে রাতের তাপমাত্রা

তিনি আরো বলেন, “এরই মধ্যে রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। মেঘ চলে গেলে রাতের তাপমাত্রা আরো কমবে। ফলে শনিবার ও রবিবার থেকেই দেশের একাধিক অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে”।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে-রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Comments
Loading...