Prottashitoalo

অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

0 ৬৮

চলমান করোনা পরিস্থিতির কারণে স্থগিত থাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮ সালের অনার্স চতুর্থ বর্ষের মৌখিক (বিশেষ) ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৫ নভেম্বর থেকে অনলাইনে মৌখিক পরীক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে।

আজ সোমবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত মৌখিক পরীক্ষা বিষয় ভিত্তিকভাবে জুম অ্যাপের মাধ্যমে ভিডিও কনফারেন্সে এবং ব্যবহারিক পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষা কেন্দ্রের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ( http://www.nubd.info) পাওয়া যাবে। পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্ট শিক্ষকদের সাথে যোগাযোগ করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।

আরও পড়ুন- কাল-পরশুর মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত

web site
Comments
Loading...